মোংলা বন্দরের ড্রেজিং প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা

জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি সুযোগ সন্ধানী কুচক্রী মহল।আর ওই চক্রের মুলহোতাদের চিহ্নিত করতে বন্দর কতৃপক্ষ কাজ করছে বলে মন্তব্য করেছেন ,মোংলা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আবদুল ওয়াদুদ তরফদার।

Islami Bank

রোববার (১০ এপ্রিল) দুপুরে বন্দরের সভাকক্ষে মোংলা বন্দরের ইনারবার এলাকার ড্রেজিং প্রকল্পের গুরুত্ব ও প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা বিষয়ে আবগত করতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনের বন্দর কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়,৭৯৩ কোটি টাকা ব্যায়ে ইনারবার ড্রেজিং প্রকল্পটি আগামী বছরের জুন মাসে সমাপ্ত করা হবে।আর ড্রেজিং প্রকল্পের পলি ফেলার জন্য মোংলা জয়মনিতে ৭০০ একর ও দাকোবে ৩০০একর ভুমি হুকুম দখল নেয়া হয়েছে।

ওই ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়ন হলে মোংলা বন্দরের চ্যানেলে সর্বোচ্চ ৯.৫ মিটার ড্রাফটের জাহাজ বন্দর চ্যানেলে প্রবেশ করতে পারবে। একই সাথে এই প্রকল্প বাস্তবায়নের ফলে মোংলা বন্দরে জাহাজের আগমন দৃদ্ধিপাবে কয়েকগুন।

one pherma

এসময় বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আবদুল ওয়াদুদ বলেন,মোংলা বন্দরের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নোয়ন বাধাগ্রস্থ করতে হুকুম দখল নেয়া ভুমি মালিকদের নানা ভাবে ফুসলিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। ওই কারনে নিদিষ্ট সময়ে ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়ন বাধাগ্রস্থ হয়েছে।

তাই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ সময় বাড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে মোংলা কতৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন,,বন্দরের প্রধান প্রকৌশলী শেখ সওতক আলীসহ বন্দরের উর্দ্ধোতন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/ টিএইচকে/ ১০ এপ্রিল, ২০২২

Contact Us