কলকাতার বিপক্ষে নামছে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

লিগে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের এক নম্বর দল কলকাতা নাইট রাইডার্স।পয়েন্ট টেবিলে সাত নম্বরে থাকা দিল্লির জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচে কলকাতা টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দিল্লিকে। চলতি আসরে তিন ম্যাচে একটি জয় পেয়েছে দিল্লি, অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয় পেয়েছে কলকাতা।

Islami Bank

গত দুই ম্যাচের একাদশে থাকা মোস্তাফিজুর রহমানকে নিয়েই একাদশ সাজিয়েছে ক্যাপিটালসরা। এ নিয়ে তৃতীয় ম্যাচ খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। নিজের প্রথম ম্যাচে দল হারলেও দুর্দান্ত বোলিং করেন টাইগার পেসার। সবচেয়ে কম ইকোনমিতে বোলিং করে ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। পরের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩ ওভারে ১২ রান দিলেও শেষ ওভারে দেন ১৪ রান।

one pherma

দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পান্ত (উইকেট রক্ষক ও অধিনায়ক), রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, ললিত যাদব, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।
কলকাতা নাইট রাইডার্স : অজিঙ্কা রাহানে, ভেঙ্কাটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), নিতিশ রানা, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনিল নারিন, রাশিখ সালাম, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

ইবাংলা / জেএন /১০ এপ্রিল,২০২২

Contact Us