টেঁটার আঘাতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাঙ্গারি ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

Islami Bank

রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সুজাতপুরে এ ঘটনাটি ঘটে। নিহত মোজাহিদ মিয়া ওই গ্রামের সবুর মিয়ার ছেলে।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান, সুজাতপুর গ্রামের সবুর মিয়া ও কাদির মিয়া যৌথভাবে হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে একটি ভাঙারি মালামালের ব্যবসা পরিচালনা করেন। তিন দিন আগে দোকানের হিসাব নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

one pherma

সকালে সবুর মিয়ার পক্ষের একজন হাওরে বোরো জমিতে সেচ দিতে যান। এসময় কাদির মিয়ার লোকজন তাকে মারপিট করেন।এ খবর সবুর মিয়ার লোকজন জানতে পারলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে টেঁটার আঘাতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়ার মৃত্যু হয়। আহত হন অন্তত ১০ জন।খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

ইবাংলা / জেএন /১০ এপ্রিল,২০২২

Contact Us