ঝড়ে ২ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত ও কৃষি ফসলের ক্ষতি

ডেস্ক রিপোর্র্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে প্রায় দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত ও কৃষি ফসলের ক্ষতি হয়েছে।

Islami Bank

সোমবার (১১ এপ্রিল) সকালে ওই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কেউ হতাহত হয়নি।

ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া জানান, সোমবার সকালে কঠুই, খাগালিয়া, ভলাকুট ও বালিখোলাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

one pherma

নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান খান শাওন বলেন ,সোমবার সকালে কালবৈশাখী ঝড়ে ভলাকুটের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ের সময় শিলাবৃষ্টির কারণে পূর্বভাগ ইউনিয়নে ফসলের ক্ষতি হয়েছে।

ইবাংলা / জেএন / ১১ এপ্রিল,২০২২

Contact Us