বান্দরবান শহরে জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন বোর্ডের উদ্যোগ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পৌর শহরে জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬শ মিটার ড্রেণ নির্মাণ কাজ দ্রতগতিতে এগিয়ে চলছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে শহরের আর্মি পাড়া, উজানী পাড়া, ছিদ্দিক নগর, বনরূপা পড়া, নিউ গুলশান, নোয়াপাড়া ,কালাঘাটা এলাকায় এসব উন্নয়ন কাজ চলছে।

Islami Bank

সরেজমিনে পৌর এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই বান্দরবান শহরের এসব এলাকায় হাটু পানি জমে যায়। এতে চলাচল ও যান চলাচলে দূর্ভোগে পড়ে মানুষ। এমন জলাবদ্ধতার কথা বিবেচনা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বর্ষাকালে শহরের মানুষের কষ্ট লাগবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ গ্রহণ করেছেন।

সোমবার সকালে বান্দরবান শহরের জজকোর্ট-নোয়াপাড়া সড়কে নির্মাণাধীন ড্রেণ নির্মাণ কাজের অগ্রগতি ও কাজের মান তদারকি করতে সরেজমিন পরিদর্শণ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত। এসময় তিনি টেকসই কাজ করার জন্য ঠিকাদার ও শ্রমিকদের নির্দেশ দেন।

one pherma

উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে বান্দরবান ও লামা পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে মাষ্টার ড্রেন প্রকল্পের আওতায় বান্দরবান পৌর শহরে মোট ৬শ মিটার ড্রেণ নির্মাণ কাজ চলছে। এই কাজ শেষ হলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রত সরে যাবে। এতে করে জনদূর্ভোগ কমবে।

ইবাংলা / জেএন / ১১ এপ্রিল,২০২২

Contact Us