চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে

ডেস্ক প্রতিবেদক :

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে । শনিবার (২১ আগস্ট) সকাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়েছে।

Islami Bank

তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু।

তিনি জানান, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলামের উপস্থিতিতে এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

one pherma

এদিকে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছেলে ইমতিয়াজ হাসান জানিয়েছেন, ইলেক্ট্রোলাইট ইম্ব্যালেন্স তার বাবার প্রধান সমস্যা। এছাড়া হার্টের সমস্যা আছে। পড়ে গিয়ে তিনি কোমরেও আঘাত পেয়েছিলেন। সঙ্গে আছে ডায়াবেটিস। এখন তার শারীরিক অবস্থা খুবই নাজুক। বাসায় অন্তত সাতজন চিকিৎসক তাকে চিকিৎসা দিচ্ছিলেন।

ই-বাংলা.প্রেস/ টিপি/ ২১ আগস্ট, ২০২১

Contact Us