পাঁচ বছর শীর্ষ পর্যায়ে খেলতে চান রামোস

আন্তর্জাতিক ডেস্ক

শীর্ষ পর্যায়ে আরো অন্তত চার থেকে পাঁচ বছর ফুটবল খেলা চালিয়ে যাবার আগ্রহ প্রকাশ করেছেন পিএসজির অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। লিগ ওয়ানের সম্প্রচার চ্যানেল প্রাইম ভিডিওতে দেয়া এক সাক্ষাতকারে রামোস এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

Islami Bank

রিয়াল মাদ্রিদের হয়ে চতুর্থবারের মত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর ৩৬ বছর বয়সী রামোস জুলাইয়ে পিএসজিতে যোগ দেন। ইতোমধ্যেই তিনি স্প্যানিশ জাতীয় দলের হয় ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপও জয় করেছেন।

one pherma

রামোস বলেন, ‘নতুন কোন অভিজ্ঞতা অর্জনের আগে আরো অন্তত চার থেকে পাঁচ বছর শীর্ষ পর্যায়ে খেলা চালিয়ে যেতে চাই। পিএসজির সাথে আমার দুই বছরের চুক্তি হয়েছে। চুক্তির সমায় তিন বছর বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপর দেখা যাক কি হয়। শারিরীক ভাবে যতদিন ফিট থাকবো আমার বিশ্বাস খেলার ওপর নিজের মনোযোগ ধরে রাখতে পারবো।’লিগ ওয়ানে আসার পর থেকে অবশ্য কাফ ইনজুরিতে ভুগছেন রামোস। ইনজুরি সমস্যায় এবারের মৌসুমের প্রথম পাঁচ মাসই তিনি বিশ্রামে ছিলেন।

ইবাংলা /জেএন /১২এপ্রিল ,২০২২

Contact Us