জবি ছাত্রীহলে আবাসিকতা পেল ৪৬ শিক্ষার্থী

রিসাত রহমান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম ছাত্রীহল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আবেদনের প্রেক্ষিতে সিট বরাদ্দের তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছে।

Islami Bank

মঙ্গলবার (১২ এপ্রিল) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে সিট বরাদ্দের তালিকা প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ফলাফলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের মোট ৪৬ জন শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ২১ জন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১৩ জন, ২০১৭-২০১৬ শিক্ষাবর্ষের ১০ জন ও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২ জন শিক্ষার্থী হলে সিট পেয়েছে।

one pherma

এ বিষয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম জানান, একমাএ হলে আবাসিকতা লাভের জন্য আবেদনের প্রেক্ষিতে সিট বরাদ্দের তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছে।

এখন হলে সিট প্রাপ্ত ছাত্রীদের কাগজপত্রসহ আগামী ১৪-৪-২০২২ তারিখের মধ্যে সকাল ১০ টা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউস টিউটরের নিকট জমা দিতে হবে।

ইবাংলা/ টিএইচকে/ ১২ এপ্রিল, ২০২২

Contact Us