এমিকন ভবনের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত

ডেস্ক প্রতিবেদক

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার এমিকন ভবনের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

Islami Bank

শনিবার (২১ আগস্ট) চেয়ারম্যানবাড়ি এলাকায় দুর্ঘটনাকবলিত এমিকন ভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, বিল্ডিং কোডসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করার পর সেখানকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে, অন্যথায় ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না।

one pherma

আতিকুল ইসলাম বলেন, এমিকন ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে ডিএনসিসির পানির গাড়ির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ নিশ্চিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বিতভাবে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ই-বাংলা.প্রেস/ টিপি/ ২১ আগস্ট, ২০২১

Contact Us