বিয়ের ঘোষণা দিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস

আন্তর্জাতিক ডেস্ক

‘বাহুবলি’ সিনেমার সাফল্যে ব্যাপক পরিচিতি তার। এই তারকার প্রেম-বিয়ে নিয়ে নিয়মিত চর্চা হয়ে থাকে। বিভিন্ন সময় সহ-অভিনেত্রীদের সঙ্গে তার বিয়ের গুঞ্জন শোনা গেছে। কিন্তু বাস্তবে কোনোটিই পূর্ণতা পায়নি। আপাতত ব্যাচেলর তকমা নিয়েই ঘুরছেন নায়ক।

Islami Bank

বিয়ের গুঞ্জনে ভারতের ফিল্ম দুনিয়ার বাতাস ভারী হলেও এতদিন ঠিকই মুখে কুলুপ এঁটেছিলেন প্রভাস। এবার তিনি নিরবতা ভেঙেছেন।প্রভাস বলেন, ‘যেখানেই যাই, সেখানেই বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। বেশ মজাই লাগে। এ থেকে বোঝা যায় ভক্তরা আমাকে নিয়ে ভাবেন, ভালোবাসেন।’

তিনি আরো বলেন, ‘একটি সুখবর জানাতে চাই, সেটা হলো- খুব শিগগির বিয়ে করছি। তবে এখনই কিছু বলবো না। ঠিক সময়মতো সবকিছু ঘোষণা করবো। জানি এটা নিয়ে আবার জল্পনা শুরু হয়ে যাবে।’

one pherma

‘বাহুবলি’ খ্যাত এই নায়কের ভাষ্য, ‘মা প্রায়ই বিয়ে করতে বলেন। যখন বাহুবলি সিনেমার কাজ করছিলাম, তখন বলেছিলাম সিনেমাটির কাজ শেষ করে নিই তারপর বিয়ের চিন্তা করব। মাকে বলেছি চাপ না দিতে। কারণ সময় হলেই আমি বিয়ে করব।

ইবাংলা/ এসআর / ১৬ এপ্রিল, ২০২২

Contact Us