বান্দরবান বাজারে অগ্নি নির্বাপন যন্ত্র বিতরন

বান্দরবান প্রতিনিধি-

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান মৌসুন আগুন লাগার জন্য ঝুঁকিপূর্ণ। বান্দরবানে বিগত বছরগুলোতে শুষ্ক মৌসুমে হাট-বাজার ও বাসা বাড়িতে আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থরা নিঃস্ব হয়ে পড়ে।

Islami Bank

আগুন নেভানোর আধুনিক যন্ত্র যদি থাকে তাহলে অল্প সময়ের মধ্যে নিজেরাই আগুন নেভাতে পারবেন। এ জন্য বান্দরবান বাজারে আগুন নেভানোর আধুনিক যন্ত্র ‘ফায়ার স্টিংগার’ বিতরণ করা হলো। আশা করি আগামীতে এর সুফল পাওয়া যাবে।

one pherma

বান্দরবান বাজারে ফায়ার স্টিংগার বিতরণ উপলক্ষে গতকাল বাজার শাহী জামে মসজিদের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, শফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উজ্জল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান ফায়ার সার্ভিস কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান ও বান্দরবান বাজার ব্যবসায়ী কল্যান পরিষদের সাধারন সম্পাদক আবু ছালেহ চৌধুরী প্রমুখ।পরে পার্বত্যমন্ত্রী বান্দরবান বাজারের ব্যবসায়ীদের জন্য ৪৫টি অগ্নি নির্বাপন যন্ত্র বিতরণ করেন।

ইবাংলা/ জেএন / ১৬ এপ্রিল, ২০২২

Contact Us