হাউজ নং ৯৬’ এ সাফা ইন, তিশা আউট

ডেস্ক রিপোর্ট

 

Islami Bank

আলোচিত ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৯৬’। নাটকটি থেকে বিদায় নিয়েছেন তানজিন তিশা। আর যুক্ত হয়েছেন সাফা কবির এবং ফজলুর রহমান বাবু। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি নিজেই।

গতকাল (মঙ্গলবার) তিনি বলেন, ‘গল্পের প্রয়োজনেই 

সাফা কবির এবং ফজলুর রহমান বাবুকে যুক্ত করা 

হয়েছে। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন সাফা 

কবির। রানু চরিত্রে দেখা যাবে তাকে। বাবু ভাই 

ও সাফা কবির দর্শকদের জন্য চমক হয়ে আসছেন।
one pherma

এই ধারাবাহিকে যুক্ত হওয়া প্রসঙ্গে সাফা কবির বলেন, নাটকটি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ লক্ষ্য করেছি। কাজটির সঙ্গে আমাকে যুক্ত করায় হিমি ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চরিত্রটি গ্রামের মেয়ের, বাবার চিকিৎসার জন্য ঢাকায় আসি, তারপর ‘হাউজ নং ৯৬’ বাসাতে উঠি। এরপরই ঘটতে থাকে নানান সব ঘটনা।

‘হাউজ নং ৯৬’সেই ধারাবাহিকটিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তানজিন তিশা। ‘আকলিমা’ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এছাড়া নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শাহরিন, তানিয়া বৃষ্টি প্রমুখ।

Contact Us