বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা করায় দুদক চেয়ারম্যানকে ‘অভিশাপ’ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, জোবায়দার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আল্লাহ আপনারকে কোন দিন ক্ষমা করবে না। রোববার (১৭ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুদকের করা মামলা বাতিলে জোবায়দা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) খারিজের পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে।
দুদক চেয়ারম্যানের কড়া সমালোচনা করে তিনি বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করছে, কানাডায় বেগমপাড়া তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস আপনাদের নেই। কারণ আপনি হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার, শেখ হাসিনার ড্রাইভার। শেখ হাসিনা যেভাবে বলে আপনি সেইভাবে গাড়ি চালান।
বিএনপির এই নেতা বলেন, ১/১১’র জরুরি সরকার এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। সে সময় শেখ হাসিনা বলেছিলেন, মঈন উদ্দীন-ফখরুদ্দীনের সরকার আমাদের আন্দোলনের ফসল। তাই দুদক চেয়ারম্যানকে বলবো, সেই কারণেই কি জোবায়দা বিরুদ্ধে ১/১১’র সময় করা মিথ্যা পুরনো মামলা চালু করা হয়েছে? জনগণ কিন্তু তাই বিশ্বাস করে। আল্লাহ আপনারকে ক্ষমা করবে না।
এ সময় জিয়া পরিবারের বিরুদ্ধে দুদকের করা সব মামলা মিথ্যে ও কাল্পনিক বলে জানান রিজভী। তিনি বলেন, আদালত শেখ হাসিনার আঁচলে বন্দি। এর প্রমাণ বেগম খালেদা জিয়া।
ইবাংলা/ জেএন / ১৭ এপ্রিল, ২০২২