গনধর্ষণ মামলার সেই আসামী সোহাগ কারাগারে

গোলাম কিবরিয়া,বরগুনা :

বরগুনার তালতলীতে সেই চাঞ্চল্যকর ইকোপার্কে গনধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আসামী সোহাগ মিয়া (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ পটুয়াখালীর মহিপুরের লতাচাপলী গ্রামের আলী আহম্মদ হাওলাদারের ছেলে।

এরপর আজ সোহাগকে আদালতে প্রেরন করলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদলতের বিচারক আরিফুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রোববার রাতে এ বিষয়টি নিশ্চিত করেন তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।

এ সময় তিনি বলেন, তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ঘুড়তে আসা এক নারী পর্যটক কে গনধর্ষনের মামলার প্রধান আসামী সোহাগ হরিণবাড়িয়া এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদে ভিত্তিতে গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার প্রধান আসামী সোহাগকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ৩১ মার্চ বিকেলে দুলাভাইয়ের সাথে তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ঘুরতে যান এক নারী পর্যটক। পরে মটরসাইকেল ড্রাইভারের কাছে ওই নারীকে রেখে দোকান থেকে পানি আনতে যান দুলাভাই। এই সুযোগে মটরসাইকেল ড্রাইভারকে গাছের সাথে বেধেঁ চার জন বখাটে ঐ নারীকে গনধর্ষণ করেন। অচেতন অবস্থায় ইর্কোপার্কে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা দুলাভাইয়ের সহযোগিতায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন। এই পর্যটন এলাকায় গনধর্ষণের বিষয়ে দেশব্যপি আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় একই বছর ১ এপ্রিল ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ইবাংলা/ জেএন / ১৮ এপ্রিল, ২০২২

Contact Us