সেনবাগে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুসহ আটক-১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সেনবাগে পেট্রোল বোমা সাদৃশ্য দুই বোতল সহ মোঃ আলমীর হোসেন (৪৭) নামের এক ব্যাক্তিকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ। মোঃ আলমগীর হোসেন দক্ষিণ গোরকাটা গ্রামের আলতাফ আলী পন্ডিত বাড়ি মৃত আব্দুল মতিনের ছেলে।

Islami Bank

মঙ্গলবার দুপুরর১২ টারদিকে সেনবাগ থানার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে সেনবাগ উপজেলার ৫ নং অজুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রাম থেকে আটক করে।

এসময় পুলিশ স্থানীয় লোকজনের সহযোগীতায় তার নিকট থেক দুইটি পেট্রোল বোমা সাদৃশ্য বোতল উদ্ধার করে তাকে সহ থানায় নিয়ে আসে। বোমা উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

one pherma

সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী বোমা সাদৃশ্য দুইটি বোতল উদ্ধারের কথা স্বীকার করে জানান, প্রকৃত পক্ষে উদ্ধার হওয়া বোতল দুইটি প্রেট্রোল বোমা কিনা তা পরীক্ষা নিরিক্ষার পর জানা যাবে।

ইবাংলা/ এসআর / ১৯ এপ্রিল,২০২২

Contact Us