মধুপুর প্রেসক্লাবে সভাপতি হাবিব সাধারণ সম্পাদক শহীদ

প্রতিনিধি, মধুপুর

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সোমবার অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বের সাধারণ সভায় মধুপুর প্রেসক্লাবের সভাপতি আধ্যাপক আব্দুল আজিজ সভাপতিত্ব করেন।

Islami Bank

দ্বিতীয় অধিবেশনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন দৈনিক সংবাদের মধুপুর প্রতিনিধি মুহাম্মদ হাবিবুর রহমান । বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এসএম শহীদ ।

one pherma

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি অধ্যাপক মো. আব্দুল আজিজ (ভোরের কাগজ) ও মো. আনছার আলী (সমকাল), সহ-সাধারণ সম্পাদক মো.আব্দুল লতিফ ( শেয়ার বিজ),অর্থসম্পাদক আব্দুল্লাহ আল মামুন( মানবজমিন),দপ্তর ও ক্রীড়া সম্পাদক টুটন চন্দ্র দাস (সাপ্তাহিক গণবিপ্লব) , কার্যকরি সদস্যগণ হলেন- আধ্যাপক গোলাম ছামদানী (ইনডিপেনডেন্ট) ,আধ্যাপক জয়নাল আবেদীন (ইত্তেফাক) , মোজাম্মেল হক ( দৈনিক জনতা ) ও মো. লিটন মিয়া( টাঙ্গাইল প্রতিদিন )

ইবাংলা /জেএন /২০এপ্রিল,২০২২

Contact Us