নিউ মার্কেট স্বাভাবিক, দোকানপাট খুলেছে

রাজধানীর নিউ মার্কেট ও এর আশেপাশের পরিস্থিতি এখন স্বাভাবিক। সকাল দশটার পর থেকে খুলেছে সব দোকানপাট। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের কারণে দুই দিন বন্ধ থাকে নিউ মার্কেট।

Islami Bank

বুধবার রাতে দুই পক্ষের সমঝোতার পর মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল দশটায় খুলে দেয়া হয় নিউমার্কেটের সবগুলো গেট।

এসময় ব্যবসায়ীরা বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চান তারা। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের।

one pherma

সংঘর্ষের ঘটনায় যে দুইজন সেলসম্যান মারা গিয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।

প্রসঙ্গ, সোমবার দিনগত রাতে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত এ সংঘর্ষ চলতে থাকলে। একই সূত্র ধরে পরের দু’দিন দিনভর থেমে থেমে ব্যাপক সংঘর্ষ হয়।

ইবাংলা/ টিএইচকে/ ২১ এপ্রিল, ২০২২

Contact Us