মাদারীপুর প্রেসক্লাবে গোলাম মাওলা সভাপতি, মুর্তজা সাধারণ সম্পাদক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রেসক্লাবের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন যুগান্তর ও এটিএন বাংলার সাংবাদিক গোলাম মাওলা আকন্দ ও সাধারণ সম্পাদক হয়েছেন এনটিভি ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক এম.আর মুর্তজা।

Islami Bank

শনিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় মাদারীপুর নতুন শহর এলাকার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১৯ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শফিক স্বপন (দৈনিক আমাদের সময়), বেলাল খান (ইউএনবি/ভোরের ডাক), আক্তার হোসেন বাবুল (দৈনিক খবর), যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম. রাসেল (দৈনিক নয়াদিগন্ত ও সম্পাদক, আলোকিত সময়), বেলাল রিজভী (বাংলাদেশ প্রতিদিন/নিউজ টুয়েন্টিফোর টিভি), রিপনচন্দ্র মল্লিক (ইনডিপেনডেন্ট টিভি/সংবাদ/বিডিনিউজ), সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন তামিম (চ্যালেন টুয়েন্টিফোর/আজকের পত্রিকা/নিউজবাংলা),

one pherma

কোষাধ্যক্ষ সাব্বির হোসাইন আজিজ (দি এশিয়ান এইজ), দপ্তর সম্পাদক নাজমুল হক (দৈনিক মানবকন্ঠ), সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এমদাদ খান (দি বাংলাদেশ টুডে), সহ-সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান দৈনিক আমার সংবাদ), মহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণা সরোয়ার (সম্পাদক, সাপ্তাহিক আশ্বাস), কার্যকরী সদস্য অলিউল আহসান কাজল (দৈনিক মানবজমিন), গাউছ-উর-রহমান (সম্পাদক, সাপ্তাহিক শরীয়তুল্লাহ/দৈনিক দিনকাল), শরীফ মো. ফায়েজুল কবীর

(দৈনিক সন্ধ্যাবানী), ম.ম হারুন-অর-রশিদ (আনন্দ টিভি) ও কে.এম রাশেদ কামাল (দৈনিক জবাবদিহি)। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।নবগঠিত এই কমিটির সভাপতি গোমাল মাওলা আকন্দ বলেন, ‘নবনির্মিত প্রেসক্লাব ভবনে নতুন করে অফিস স্থাপন ও যোগ্যতা অনুসারে নতুন সাংবাদিকদের সাধারণ সদস্য করা এবং সাংবাদিকদের সকল প্রকার মঙ্গলজনক কাজের উদ্যোগের কর্মসূচী গ্রহণ করা হবে।

ইবাংলা / জেএন /২৩ এপ্রিল ,২০২২

Contact Us