নোয়াখালীতে ইফতার মাহফিল থেকে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট পৌরসভা জামায়াতের আমির মো.মেজবাহ উদ্দিন ভূঞাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

Islami Bank

রোববার (২৪ এপ্রিল) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের নিজ বাড়িতে আয়েজিত একটি ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃত মো.মেজবাহ উদ্দিন ভূঞা কবিরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মৃত গোলাম কবির ভূঞার ছেলে ।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

one pherma

ওসি আরও জানান, সন্দেহজনক জঙ্গিবাদ, উদ্দেশ্যমূলক ভাবে সে ওখানে কাউকে না জানিয়ে নিজের ঘরের সাথে জামাতের লোকজন নিয়ে ইফতারের আয়োজন করে। সে হিসেবে আপাতত তাকে ৫৪ ধারায় চালান দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এখনো তদন্ত অব্যাহত আছে। কেন সে এরকম জমায়েত করতে গেল। দুপুরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

ইবাংলা /জেএন /২৪ এপ্রিল,২০২২

Contact Us