বৈঠকে বসার ফের আহ্বান জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে বৈঠকে বসতে রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।ইউক্রেনের রাজধানীর কেন্দ্রস্থলে শনিবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যিনি এই যুদ্ধ শুরু করেছেন তার পক্ষেই সম্ভব এটি শেষ করার।

Islami Bank

জেলেনস্কি আরো বলেন, যদি উভয়ের এই সাক্ষাত রাশিয়া ও ইউক্রেনকে শান্তি স্থাপনের দিকে নিয়ে যায় তবে তিনি পুতিনের সাথে বসতে ভয় পান না।প্রথম থেকেই রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে বসার জন্যে জেলেনস্কি আহ্বান জানিয়ে আসছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি এমন নয় যে আমি তার সাথে সাক্ষাত করতে চাইছি। বিষয়টি হলো কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা।

one pherma

এদিকে জেলেনস্কি আবারো সতর্ক করে বলেছেন, মারিওপোলের অবরুদ্ধ ইষ্পাত কারখানার বাদবাকী সৈন্যদের রাশিয়া হত্যা করলে তারা আর আলোচনায় বসবেন না।

ইবাংলা/এসআর /২৪এপ্রিল, ২০২২

Contact Us