নিরাপদ সবজি চাষ করে সফল

ডেস্ক রিপোর্ট

নিরাপদ সবজি চাষ করে এলাকায় সফল সবজি চাষির খাতায় নাম লিখেছেন মনোয়ারা বেগম। সফলতা দেখে অনেকে সবজি চাষে আগ্রহ প্রকাশ করেছেন। জানা যায়, নিরাপদ শাক সবজি পেতে পারিবারিক পুষ্টি বাগানের বিকল্প নেই এমন চিন্তা থেকে জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পাঁচগাছী গ্রামের মনোয়ারা বেগম ৭ শতাংশ জমিতে গড়ে তুলেছেন পুষ্টি বাগান।

Islami Bank

মনোয়ারা বেগমের পুষ্টি বাগানে রয়েছে পুঁই, কলমি, ডাটা, কাটুয়া ডাটা, কচু, জগন্নাথ ও লাল শাক। এ ছাড়াও অন্যান্য ফসলের মধ্যে রয়েছে মরিচ, বেগুণ, শসা, করলা ও ঝিঙা। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ”জাকস ফাউন্ডেশন’র কারিগরি সহায়তায় ওই পুষ্টি বাগান গড়ে তুলেছেন বলে জানান, মনোয়ারা বেগম।মনোয়ারা বেগম জানান, শাক সবজি চাষ করে সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি ৫ হাজার ২ শ টাকার শাক সবজি বিক্রি করে বাড়তি আয় করেছেন।

one pherma

প্রধানমন্ত্রীর ঘোষণা একটুকরা জমিও যেন পতিত না থাকে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের দিক নির্দেশনায় বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা পতিত জমিতে নানা ধরনের শাক সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ কাজ করছে জাকস ফাউন্ডেশন বলে জানান, নির্বাহী পরিচালক মো. নূরুল আমিন। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন কারী কৃষি কর্মকর্তা শাহাদত হেসেন শাহিন বলেন, সবজি চাষে সফলতা দেখে অনেকেই এখন বাড়ির পাশের পতিত জমিতে সবজি চাষে আগ্রহ প্রকাশ করছেন।

ইবাংলা/এসআর /২৪এপ্রিল, ২০২২

Contact Us