গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুর-১১ নম্বরের সেকশনের সি ব্লকে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়।

Islami Bank

দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রোওশনারা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া জানান, বুধবার (২৫ আগস্ট) রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বরের সি ব্লকে একটি বাসায় অগ্নিকাণ্ড হয়। এ সময় ৭ জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

one pherma

বাড়ির মালিক রফিকুল ইসলাম বলেন, ছয় তলা বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ থাকায় দুদিন আগে গ্যাসের লিকেজ ঠিক করা হয়। বুধবার রাত ১টার দিকে বিস্ফোরণ হলে দুই পথচারী ও নিচতলার ভাড়াটিয়াসহ আরও পাঁচজন দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, জরুরি বিভাগে দগ্ধদের চিকিৎসা চলছে। এদের মধ্যে শিশুটিকে আইসিইউতে পাঠানো হয়েছে।

ই বাংলা.প্রেস/ আই/ ২৫ আগস্ট, ২০২১

Contact Us