ঢাকা কলেজে অভিযান চালিয়েছে র‌্যাব-ডিবি

ডেস্ক রিপোর্ট

নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Islami Bank

রোববার (২৪ এপ্রিল) বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান চালান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিবি পুলিশ ও র‌্যাবের অভিযান শেষে ২টি মোবাইল সেট ও জহির হাসান জুয়েল নামের এক শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আটক জুয়েল ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির সদস্য ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

one pherma

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমি শুনেছি ছাত্রাবাসে ডিবি ও র‌্যাব সদস্যরা এসেছিলেন। এ সময় দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থীকে নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে আমি জানি না।

এর আগে, গত সোমবার রাতে দুই ফাস্টফুড দোকানের ঝামেলা থেকে সৃষ্টি হয় ঢাকা কলেজ শিক্ষার্থী এবং নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ। এতে দুজন নিহতসহ চার শতাধিক শিক্ষার্থী এবং ব্যবসায়ী আহত হয়েছেন। সূত্র : আরটিভি

ইবাংলা/ টিএইচকে/ ২৪ এপ্রিল, ২০২২

Contact Us