নদীর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ৪ গ্রাম প্লাবিত

ফেনী (ফুলগাজী) প্রতিনিধ :

ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদী রক্ষা বাঁধের একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ সময় লোকালয়ে পানি ঢুকে উপজেলার কিছমত ঘনিয়া, জয়পুর, পূর্ব ঘনিয়া মোড়া ও পশ্চিম ঘনিয়া মোড়া এলাকা প্লাবিত হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে এই চিত্র দেখা যায়। এ সময় ভাঙনে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফুলগাজী-পরশুরাম উপজেলার সড়ক যোগাযোগ।

স্থানীয়রা জানান, প্রায় মাসখানেক আগেও জয়পুর এলাকায় বেড়িবাঁধের ভাঙনে ভেসে গেছে পুকুরের মাছ। তলিয়ে যায় রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সেই ক্ষতি কেটে না ওঠার আগেই আবার ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

one pherma

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মুহুরী নদীর পানির চাপে বেড়িবাঁধের জয়পুর এলাকায় ভাঙন দেখা দেয়। মুহূর্তেই আশপাশের এলাকা পানির নিচে তলিয়ে যায়। এ সময় ডুবে গেছে রোপা আমনের জমি, মাছের ঘের, পুকুর ও রাস্তাঘাট। প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ফুলগাজী-পরশুরামের যোগাযোগ বন্ধ রয়েছে।

ই বাংলা.প্রেস/ আইএফ/ ২৬ আগস্ট,২০২১

Contact Us