ফারহান-তিশার প্রথম জুটি

ডেস্ক রিপোর্ট

মুশফিক ফারহান এবং তানজিন তিশা এই দুই তারকার নতুন জুটি ঈদে আসতে যাচ্ছেন। এখন পর্যন্ত দুজনকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। তাই বলা যায় এবারের ঈদের চমক ফারহান-তিশা জুটি। একদিকে নতুন অভিনেতা হিসেবে বেশ ভালো করছেন মুশফিক ফারহান।

Islami Bank

আর তানজিন তিশা তো বর্তমান অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তাই দুজনের জুটি বেঁধে অভিনয় উপভোগ করবেন দর্শক, এমনটাই প্রত্যাশা করছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি ফারহান ও তিশাকে নিয়ে তৈরি করেছেন ঈদের বিশেষ নাটক ‘ওয়েডিং ক্রাশ’।

সৌখিন এ নাটকের গল্প নিয়ে বলেন, ফারহান একটি দুষ্টু ছেলে, আর তিশা একজন মিষ্টি মেয়ে। নানা খুনসুটির মধ্য দিয়ে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মনের কথা দুজনের একজনেরও বলা হয় না। এই না বলা ভালোবাসাই তাদের একটি চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু কি সেই পরিণতি? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আসছে ঈদ পর্যন্ত। আসছে ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

one pherma

এ প্রসঙ্গে অভিনেত্রী তিশা বলেন, ‘একটি পিওর রোমান্টিক গল্পের নাটক। যার পরিণতি দর্শকের মন ছুঁয়ে যাবে। এ নাটকটি দিয়ে প্রথমবার ফারহানের সঙ্গে কাজ করা হলো। সে এখন খুব ভালো কাজ করছে। আমার বিশ্বাস, দর্শক আমাদেও জুটি পছন্দ করবেন।

ইবাংলা/এসআর /২৫ এপ্রিল, ২০২২

Contact Us