ওবায়দুল কাদের আজ দেশে ফিরছেন

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার শেষে সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরছেন।

Islami Bank

সোমবার (২৫ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৫৮৫ ফ্লাইটে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুর ছাড়বেন তিনি। সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

one pherma

এর আগে ২২ এপ্রিল ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাওয়ার উদ্দেশে দেশ ছাড়েন।এর আগে গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করা হয়।

ইবাংলা/এসআর /২৫ এপ্রিল, ২০২২

Contact Us