ভারতে ঊর্ধ্বমুখী কোভিড-১৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেশী দেশ ভারতসহ এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

Islami Bank

যেসব দেশে সংক্রমণ বাড়ছে, সেসব দেশ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে টিকা দেওয়া থাকলেও কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিত করা এবং দেশে প্রবেশের সময় স্ক্রিনিং জোরদার করার সুপারিশ করা হয়েছে কমিটির তরফ থেকে।

রোববার(২৪ এপ্রিল) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সভার পর সোমবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী হলেও প্রতিবেশী ভারত এবং এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা উদ্বেগজনক।

এ অবস্থায় এখনই সতর্ক না হলে বাংলাদেশেও সংক্রমণ আবার বাড়তে পারে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

এছাড়া ঈদ উপলক্ষে বাজার এবং ঘরমুখী মানুষের যাতায়াতের সময় মাস্ক পরা নিশ্চিত করতে সুপারিশ করেছে কমিটি। তারাবির নামাজ এবং ঈদের জামাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করারও সুপারিশ এসেছে।

one pherma

ভারতের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে ২ হাজার ৫৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩০ জনের। অথচ গত ১৮ এপ্রিল পর্যন্ত ভারতের দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছিল দেড় হাজারের নিচে।

এদিকে দীর্ঘদিন পর ভারত সরকার ভ্রমণ ভিসায় সে দেশের যাওয়ার সুযোগ দেওয়ায় অনেকেই এখন সেদেশে যাচ্ছেন এবং আরও অনেকে যাওয়ার পরিকল্পনা করছেন। ভারতের ভিসা সেন্টারগুলোতে প্রতিদিন লাইন লেগে থাকছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও রোববার (২৪ এপ্রিল) এ বিষয়ে সতর্ক করে বলেছেন, “ভারতে নতুন করে আবারও সংক্রমণ বাড়ছে, ওই দেশে যারা যাতায়াত করছে, তাদের দিকে নজর দিতে হবে।”

ইবাংলা/এসআর /২৫ এপ্রিল, ২০২২

Contact Us