শিরোপার নিশ্চিত করতে ২৩০ রানের লক্ষ্যে শেখ জামাল

ডেস্ক রিপোর্ট

আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচটা জিতলেই এক ম্যাচ বাকি রেখে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জিতে যাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তার আগে টপকাতে হবে আবাহনীর দেয়া ২২৯ রানের লক্ষ্য

Islami Bank

গত দুই আসরের চ্যাম্পিয়ন আবাহনী সুপার লিগের প্রথম দুই ম্যাচ হেরে আগেই ছিটকে গেছে শিরোপা জয়ের লড়াই থেকে। আজ নিজেদের মাঠ শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে সিদ্ধান্ত নেয় ব্যাট করার।

ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাস মাত্র ৪ রান করে ফেরেন সাজঘরে। দ্রুত বিদায় নেন নাজমুল হোসেন শান্তও। মাত্র ৮ রান করেন এই ব্যাটার। ওপেনার নাঈম শেখ করেন ১৮ রান।

তবে চার নম্বর ব্যাটার তৌহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় আবাহনী। সঙ্গে আফিফ হোসেনের ধীর স্থির ব্যাটিং। আফিফ ৪৪ বলে ২৯ রান করে ফেরেন সাজঘরে। তৌহীদ হৃদয়ের ব্যাটে আসে সর্বোচ্চ ৫৩ (৭৫) রান।

one pherma

মোসাদ্দেক আলী ১৫ রান করে ফেরার পর জাকের আলী ও সাইফউদ্দিনের দুর্দান্ত ইনিংসে ভর করে দুইশ পেরিয়ে ২২৯ রান তুলে আবাহনী। জাকের আলী ৪৭ (৭০) ও সাইফউদ্দিন ৪৪ (৩৩) রানে অপরাজিত থাকেন।

শেখ জামালের হয়ে ২ উইকেট নেন জিয়াউর রহমান। ১ উইকেট করে নেন পারভেজ রসুল, সাইফ হাসান, সুমন খান ও সানজামুল ইসলাম।

ইবাংলা/এসআর /২৬ এপ্রিল, ২০২২

Contact Us