২২৯ রান সংগ্রহ করতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের খোয়াতে হয় ১০ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জিতেছে ১০ উইকেটে। বড় জয়ে চলতি আসরে প্রথমবার শতক পেয়েছেন তামিম ইকবাল ও তৃতীয় শতক পেয়েছেন এনামুল হক বিজয়।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় রূপগঞ্জ টাইগার্স। ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ব্যাটার পার করতে পারেন দুই অঙ্কের রানের কোটা। বাকিরা ব্যাটাররা ব্যর্থ হয়েছেন।
ওপেনার জাকির হাসান ৩৪ বলে ২৩ রান করে বিদায় নেওয়ার পর দলীয় ৪৭ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার ইমরাজুজ্জামান (২৩)। তিন নম্বরে ব্যাট করতে নেমে ফজলে রাব্বি ফেরেন ১০ রান করে।
অধিনায়ক মার্শাল আইয়ুব এদিন পাকিস্তানি ব্যাটার সা’দ নাইমকে নিয়ে দলের হাল ধরেন। দুজনের জুটি থেকে আসে ১১০ রান। জুটি ভাঙে মার্শাল আইয়ুবের বিদায়ে (৫৮)।
এরপর থিতু হতে পারেননি বাকি ব্যাটাররা। সাদ নাইম করেন ৯৪ বলে ৮৫ রান। প্রাইম ব্যাংকের হয়ে ৪টি করে উইকেট নেন কারিম জানাত ও রুবেল হোসেন। ১ উইকেট করে নেন রাকিবুল হাসান ও নাসির হোসেন।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রাইমের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় অনায়াসে জয় তুলে নিয়েছেন ২৩ ওভার ২ বল হাতে রেখে। ম্যাচে দুজনেই রান তোলের পাল্লা দিয়ে।
এনামুল হক বিজয় তার ব্যক্তিগত ৭০ রানের মাথায় পূর্ণ করে নেন এক আসরে এক হাজার রানের মাইলফলক। ডিপিএলের আসরে যেখানে বিজয়ই প্রথম।
তামিম ইকবালের ব্যাটে আসে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০৯ রান। বিজয় করেছেন ৮৪ বলে ১১টি চার ও ৭টি ছয়ে ১১২ রান।
ইবাংলা/এসআর /২৬ এপ্রিল, ২০২২