খেলার মাঠ কোথায় থাকবে এটা পুলিশের আওতাভুক্ত নয়

ডেস্ক রিপোর্ট

ঢাকা মেট্রোপলিটনের কোথায় খেলার মাঠ থাকবে বিষয়টি পুলিশের আওতাভুক্ত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সরকার না বললে তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ কাজ বন্ধ হবে না। কারণ পুলিশ কোনো ব্যক্তি কিংবা কোনো সংস্থার জমি দখল করে থানা ভবন নির্মাণ করছে না।

তিনি আরও বলেন, তেঁতুলতলা মাঠে যে থানা ভবন নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষে সেই জমির মালিক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ঢাকা জেলা প্রশাসন জমিটি অধিগ্রহণ করে থানা ভবন নির্মাণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বুঝিয়ে দিয়েছে। সরকার থানা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়ার পর কাজ শুরু হয়।

ফারুক হোসেন বলেন, বিভিন্ন মিডিয়াতে সংবাদের কারণে জনসাধারণের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে, তেঁতুলতলা মাঠটি দখল করে থানা নির্মাণ করা হচ্ছে। বিষয়টি সম্পূর্ণ ভুল। এটি সরকারি জমি, সরকার অধিগ্রহণ করে ডিএমপিকে দিয়েছে কলাবাগান থানা ভবন নির্মাণের জন্য।

তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। আশপাশের দীর্ঘদিন ধরে যারা মাঠকেন্দ্রিক বসবাস করে আসছেন তারা চাচ্ছেন মাঠটিতে কোনো ভবন যেন নির্মাণ করা না হয়। মেট্রোপলিটনের মধ্যে কোথায় খেলার মাঠ থাকবে বিষয়টি পুলিশের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সিটি করপোরেশন।

ইবাংলা/এসআর /২৬ এপ্রিল, ২০২২

Contact Us