দুর্নীতির কারণে কেউ না খেয়ে আছে আবার কেউ কোটি টাকার মালিক

ডেস্ক রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার এবং সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, জনগণের নাভিশ্বাস উঠে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে এবং এই দুর্নীতি ঠেকাতে হলে, এদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

Islami Bank

অপরদিকে দেশের একটি অংশ কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর একটি বড় অংশ খেতে পারছে না। সরকারের দুর্নীতির কারণে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, ‘ঢাকায় ১০০ টাকার একটি পানির প্রকল্প বাস্তবায়ন বাস্তবায়ন করতে ওয়াসা কর্তৃপক্ষ খরচ করছে কোটি কোটি টাকা। এই অতিরিক্ত খরচের টাকা উঠাতে গিয়েই তো পানির দাম বেড়ে যাবে। এভাবে প্রতিটি ক্ষেত্রে পণ্যের দাম বেড়ে যাচ্ছে।

one pherma

শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘অর্পণ বাংলাদেশ’র ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সভাপতি বিথীকা বিনতে হোসাইন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম মজনু ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অনেকে।

ইবাংলা/ জেএন / ২৯ এপ্রিল, ২০২২

Contact Us