ঝড়-বৃষ্টি হতে পারে যে সব অঞ্চলে

ডেস্ক রিপোর্ট

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টি পতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের হিমালয়ের পাদদেশীয় পশ্চিবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Islami Bank

এমন অবস্থায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রামের,বরিশাল ও খুলনা কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

one pherma

এ ছাড়া মাদারীপুর,গোপালগঞ্জ, ফরিদপুর,টাঙ্গাইল,রাঙামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ‍কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

ইবাংলা / এসআর / ৩০এপ্রিল,২০২২

Contact Us