স্বস্তিতেই কাটবে ঈদযাত্রা

ডেস্ক রিপোর্ট

আগের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো থাকায় ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

Islami Bank

ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়ার নেওয়া অভিযোগ আসছে, সেটা মিথ্যা নয়। বেশি ভাড়া নেওয়ায় ইতোমধ্যে চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে।তিনি বলেন, বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

one pherma

তিনি আরও বলেন, টার্মিনালের বাইরে গাড়ি রাখায় যানজট সৃষ্টি হচ্ছে। সামনে যাতে এটি না হয় সেজন্য মালিকপক্ষকে ব্যবস্থা নিতে হবে।

ইবাংলা / এসআর / ৩০এপ্রিল,২০২২

Contact Us