ছুটি শেষে বৃহস্পতিবার খুলবে অফিস

ডেস্ক রিপোর্ট

পবিত্র ঈদুল ফিতর ৬ দিনের ছুটি শেষে সরকারিসহ সব ধরণের অফিস খুলবে বৃহস্পতিবার (৫ মে)। শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে বুধবার (৪ মে)।

Islami Bank

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মাধ্যমে মঙ্গলবার (৩ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনার ধকল কাটিয়ে দুই বছর সারা দেশে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

তবে, এবার গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ মে) একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের আগামী ৮ মে (রোববার) অফিস করতে হবে।

one pherma

তবে ঈদ করতে যেসব কর্মকর্তা-কর্মচারী ঢাকার বাইরে গিয়েছেন তাদের বেশির ভাগই ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন বলে জানা গেছে। তবে যারা ছুটি না পেয়েও দূর-দূরান্তে গিয়ে ঈদ করেছেন তারা হয়তো বৃহস্পতিবার এসেই অফিসে যোগ দেবেন।

মহামারির করোনাভাইরাসের কারণে গত দু’বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দু’বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে ঈদ।

ইবাংলা/টিএইচকে/৪ মে, ২০২২

Contact Us