ছোট ভাইয়ের মৃত্যু বড় ভাইয়ের লাশ দেখে

ডেস্ক রিপোর্ট

চাঁদপুরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বড় ভাইয়ের লাশ দেখে । দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।বুধবার (৪ মে) সকালে পৌর এলাকার ফরিদগঞ্জে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

Islami Bank

জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জের ওয়ালী ডাক্তার বাড়িতে মৃত বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) সকালে নিজ বাড়ির পশ্চিম পাশে নিজের মাছের ঘের দেখতে যান, সেখান থেকে তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

রুবেলকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় তার ছোট ভাই সোহেল হোসেন (২৪) অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

one pherma

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মুজাম্মেল হোসেন জানিয়েছেন, সকাল ৮টা ৪৫ মিনিটে দু’জনকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা করে দেখা যায় তারা মৃত। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে তাদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমরা দু’জনের মরদেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনরা সোহেলের স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করায় পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। রুবেলের মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

ইবাংলা/ এসআর / ০৪ মে, ২০২২

Contact Us