ঈদুল ফিতর উপলক্ষে বহুল প্রতিক্ষিত পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি ‘শান’ মুক্তি পেয়েছে গতকাল। সিনেপ্লেক্সসহ দেশের ৩৪ সিনেমা হলে মুক্তি পায় সিয়াম ও পূজা চেরি জুটির এই ছবি। মুক্তির প্রথম দিনেই দর্শক মনে সাড়া ফেলেছে ‘শান’। রাজধানীর হলগুলোতে ঘুরে সে চিত্রই দেখা গেছে ঈদের দিন। মধুমিতা শ্যামলী সিনেমাস স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা ও যমুনা ব্লকবাস্টারে ‘শান’ ছবি দেখতে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষনীয় ছিলো। হলগুলো মালিক ও ম্যানেজাররা বলছেন, শানের মাধ্যমে দীর্ঘদিন পর বাংলা ছবি এতো দর্শক পেলো।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখাতে ‘শান’ এর দুটি শো চলছে। সরেজমিনে দুপুর দুইটার শোতে আশিভাগ দর্শকের উপস্থিতি দেখা গেছে। আর সন্ধ্যার শো ছিলো হাউজফুল। হলটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দারুণ শুভ সূচনা করেছে ‘শান’। আমাদের এখানে যে কয়টা বাংলা ছবি চলছে তার মধ্যে শান প্রথম দিনে বেশি দর্শক পেয়েছে। ঈদের দিন দুপুরের শোতে আমরা হাউজফুল না বলতে পারলেও সন্ধ্যার শো ছিলো হাউজফুল। তবে দেশের অন্য ছবিগুলোও খারাপ যাচ্ছে না। আশা করছি আগামী কয়েকদিন ছবিগুলো আরও দর্শক পাবে।
রাজধানীর শ্যামলী সিনেমা হলে শান ছবিটি দর্শকরা গ্রহণ করছেন বলে জানিয়েছেন হলটির হাউস ম্যানেজার আহসান উল্লাহ। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে খুব ভয়ে ছিলাম হলে দর্শকদের আসা নিয়ে। তবে দুপুরের দিকে বৃষ্টি কমে যাওয়া দর্শকরা হলে ফিরেছে। দুপুরের শো মোটামোটি গেলেও সন্ধ্যার শোতে দারুণ অনেক দশক পেয়েছি আমরা। তবে এটাকে হাউজফুল না বলতে পারলেও কাছাকছি বলা যায়।
শানের সর্বাধিক শো চলছে যমুনা ব্লকবাস্টারে। ঈদের দিনে এখানে তিনটি করে শো চালানো হলেও বুধবার থেকে এখানে চলবে চারটি করে শো। শান ছাড়াও ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য তিনটি ছবিই চলছে হলটিতে। প্রথম দিনের শানের দর্শক উপস্থিতির কথা জানিয়ে এখানকার সহকারী মার্কেটিং ম্যানেজার মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের শানের শুরু হয়েছে বেলা দুইটা থেকে। প্রথম শো আশিভাগ দর্শকের উপস্থিতি ছিলো। পরের দুটি হাউজফুল গিয়েছে। শান নিয়ে আমরা আশাবাদী।
এদিকে দেশের নানা প্রান্তের আরও ২০টির মতো সিনেমা হলে শান এর ক্ষেত্রে হাউজফুল ও মোটামোটি হাউজফুল যাওয়ার খবর মিলেছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক এম রাহিম। ছবিটি মুক্তির প্রথম দিনেই রাজধানীর হলগুলোতে দর্শকদের সঙ্গে দেখা করতে নেমে পড়েন সিয়াম-পূজা। সবজায়গায় সিনেমাটির ভালো রিভিউ পেয়ে বেজায় খুশি তারাও। তাদের মন্তব্য ‘শান নিয়ে প্রত্যাশার চেয়েও বেশি দর্শক রেসপন্স পাচ্ছি।’
একই সঙ্গে নারায়গঞ্জের সিনেস্কোপ ও সাভারের চন্দ্রিমা হল থেকেও এসেছে দর্শকদের উপচেপড়া ভিড়ের খবর।পরিচালক এক রাহিম বললেন, গতকাল ঢাকার রাজধানীর চারটি হল ভিজিট করেছি। সবগুলো হলেই দর্শকদের উপস্থিতি ও তাদের রেসপন্স খুবই আনন্দময় ছিলো।
সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। ফিল্মম্যান এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। এ ছাড়া অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।
ইবাংলা/ এসআর / ০৪ মে, ২০২২