৩৬ ঘন্টায় আবারও হামলা, শঙ্কা প্রকাশ বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি কাবুল বিমান বন্দরে আইএস হামলার পর আরও একটি হামলার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ বছর আফগানিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার পর যুক্তরাষ্ট্রের সেনারা কাবুল বিমানবন্দর ছাড়া শুরু করার মধ্যেই প্রথম হামলার ঘটনাটি ঘটে।

জো বাইডেনের সতর্ক বাণীর পরই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিরাপত্তা হুমকির জন্য সকল মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এলাকা ত্যাগ করার জন্য ফের সতর্ক করেছে বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দরের পরিস্থিতি খুবই বিপজ্জনক। তাকে সামরিক কমান্ডাররা জানিয়েছেন, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই ফের হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আফগানিস্তানের স্থানীয় সময় রোববার (২৯ আগস্ট) সকালে কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের সকল নাগরিকদের এ হুমকির বিষয়ে সতর্ক করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একাধিকবার এ বিষয়ে সতর্কতা জারি করেছে।

অন্যদিকে কাবুল বিমানবন্দরের আশপাশের এলাকায় তল্লাশি চৌকি বাড়িয়েছে তালেবান। দুই সপ্তাহ আগে বিমান চালুর পর থেকে এখন পর্যন্ত আফগান ও বিদেশি নাগরিক মিলিয়ে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে।

এর আগে গেলো বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আইএস এর হামলায় নিহত হন ১৭০ জন মানুষ।

সূত্র : রয়টার্স

ই বাংলা/ টিপি/ ২৯ আগষ্ট

Contact Us