শ্রীলঙ্কায় সরকার বিরোধী গণবিক্ষোভের মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক এমপি নিহত হওয়ার খবর পায়া গেছে। সোমবার (৯ মে) রাজধানী কলম্বোর কাছে নিত্তামবুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় নরকারি গণমাধ্যম এনডিটিভি।
নিহত অমরাকীর্থি আথুকোরালা ক্ষমতাসীন রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজেনা পেরামুনার (এসএলপিপি) এমপি ছিলেন।
নিত্তামবুয়া এলাকায় ওই এমপির গাড়ি বিক্ষোভকারীরা আটকে দিলে তিনি গুলি ছোড়েন। এতে দুইজন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে পাশের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে তার লাশ পাওয়া যায়।
এদিকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট নিয়ে চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শুক্রবার মাহিন্দা রাজাপাকসেকে পরিস্থিতি শান্ত করতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন তারই বড় ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপরই আজ সোমবার পদত্যাগ করলেন মাহিন্দা। সূত্র : এনডিটিভি
ইবাংলা /জেএন /৯ মে,২০২২