ক্ষুদ্র নৃ-গোষ্টী শিক্ষার্থীদে বাইসাইকেল বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, অভিভাবক সমাবেশ ও ইফটিজিং প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Islami Bank

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো:ইসমাইল হোসেন এনডিসি।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া,জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রমুখ।

one pherma

শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মাঝে ১০টি বাইসাইকেল বিতরণ করেন বিভাগীয় কমিশনার। এর আগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন। পরে একটি গাছের চারা রোপন করা হয় ।

ইবাংলা/টিএইচকে/১০ মে, ২০২২

Contact Us