কুমিল্লায় গোমতী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা গোমতী নদীর তীর থেকে ৫৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Islami Bank

বুধবার (১১ মে) সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এ অভিযান পরিচালনা করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাএাপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারের উওর গোবিন্দপুর মৌজার এলাকায় গোমতী বেড়ীবাঁধে গড়ে উঠা দোকানপাট ভেকু এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

one pherma

এদিকে উচ্ছেদের নোটিশ এবং মাইকিংয়ের খবর শুনে বেড়িবাঁধ দখলকারীরা সকাল থেকেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে থাকেন।

উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে মুসলিমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ওয়ালিউ জ্জামান , উপ-বিভাগীয় প্রকৌশলী শাহজালাল সেলিম, ইমরান হোসেন, সহকারী পরিচালক আরিফুর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা, মো. শাহাদাত হোসেন, শাখা কর্মকর্তা আল মামুনুর রশীদ ভূইয়াসহ জেলা ও উপজেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

ইবাংলা /জেএন /১১ মে,২০২২

Contact Us