বলিউডের ওয়ারিনা নাচলেন ঐশির ‘গাড়ির মেকানিক’ কণ্ঠে

বিনোদন ডেস্ক

এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশীর কণ্ঠে ‘দুষ্টু পোলাপাইন’ গানে নেচে মাতিয়েছেন বলিউডের আলোচিত আইটেম গার্ল সানি লিওন। এবার এই গায়িকার ‘গাড়ির মেকানিক’ গানে নেচে মাতালেন বলিউড নায়িকা ওয়ারিনা। দর্শক-শ্রোতারা তাদের এই নতুন চমকে মাতোয়ারা।

Islami Bank

ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের নতুন গান ‘গাড়ির মেকানিক’। কৌশিক হোসাইন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ঐশী। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। মুম্বাইয়ে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। এবারই প্রথম বাংলাদেশের গানে মডেল হলেন আফগান বংশোদ্ভূত ওয়ারিনা হুসাইন।

one pherma

ঐশী গণমাধ্যমকে বলেন, ‘গাড়ির মেকানিক দারুণ একটি গান। গানটি গাওয়ার পর ভিডিও নিয়ে একটা কৌতুহল ছিল যে, কে থাকছেন ভিডিওতে? কেমন হবে ভিডিওটি? সবশেষ যখন ভিডিওটি দেখলাম তখন গানটা নিয়ে এক্সাইটমেন্ট, এক্সপেক্টেশন, ইমোশন সবকিছু অনেক বেড়ে যায়।’

ওয়ারিনা হুসাইনের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ঐশী বলেন, ‘ওয়ারিনা হুসাইন এমনভাবে গানটিতে পারফর্ম করেছেন যে, মাঝে মাঝে মনে হয় গানটা আমি গাইনি, তিনি নিজেই গেয়েছেন। এত চমৎকার এক্সপ্রেশন দিয়েছেন। বিশেষ করে, বাঙালি না হয়েও এত সুন্দর করে বাংলা ভাষার গানে ওয়ারিনা হুসাইন ঠোঁট মিলিয়ে এক্সপ্রেশন দিয়েছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার।’ সূত্র : আরটিভি

ইবাংলা/ টেএইচকে/১৩ মে, ২০২২

Contact Us