শান্তিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে আব্দুস সোবহান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।

Islami Bank

শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কারারাই গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে বাড়ির পাশের মাঠে কৃষি কাজ করছিলেন আশিকুর রহমানের ছেলে, এক ভাই ও ভগ্নিপতি। এ সময় বজ্রপাতে তার ভাই রফিক আলী ও ছেলে রিপন আহমদ এবং তার ভগ্নিপতি আব্দুস সোবহান গুরুত আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করা হয়।

one pherma

আব্দুস সোবহান উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি গ্রামের মৃত মোছন উল্লাহর ছেলে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইবাংলা /জেএন /১৩ মে,২০২২

Contact Us