কালকিনিতে সরকারি রাস্তার গাছ বিক্রয় করেন স্কুলের প্রধান শিক্ষক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে স্কুলের প্রধান শিক্ষক সরকারি রাস্তার গাছ বিক্রয় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ক্রয়কৃত গাছ কেটে নিচ্ছেন ব্যবসায়ী আলাম ঘরামী।

Islami Bank

সরেজমিন ও ক্রয়কৃত গাছ ব্যবসায়ী সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা, তার বাড়ির সামনে শিকারমঙ্গল মেয়ারহাট সড়কের সরকারি রাস্তার রেইনডি ও চাম্বুল গাছ
বিক্রয় করেন। ব্যবসায়ী আলাম ঘরামী তার লেভার নিয়ে কেটে নিচ্ছেন।

one pherma

এ সময় গাছ ব্যবসায়ী আলাম ঘরামী বলেন, আমার কাছে মাস্টার সেলিম মিয়া রাস্তার গাছ চল্লিশ(৪০,০০০)হাজার টাকায় বিক্রয় করেছেন। আমি সব টাকা পরিশোধ করেই লেভার নিয়ে গাছ কাটছি। এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা বলেন, আমাদের এলাকার অনেকেইতো সরকারি রাস্তার গাছ কেটে নিয়েছে। আমার বাড়ির সামনে তাই বিক্রয় করেছি। এ ব্যাপারে কালকিনি উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোঃ ইমরান খান বলেন, গাছ কেটে নেয়ার বিষয়টি দেখতেছি।

ইবাংলা/ জেএন / ১৫ মে, ২০২২

Contact Us