নামাজ আদায় করে বাড়ি ফেরা হয়নি বাদলের

ইবাংলা ডেস্ক

টাঙ্গাইলের ঘাটাইলে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানের ধাক্কায় বাদল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Islami Bank

রোববার (১৫ মে) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া বানিয়াবাড়ি গ্রামের নওজেশ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে ফজর নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশ ধরে হাটছিলেন বাদল। এসময় একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা বাদলের মরদেহ বাড়িতে নিয়ে যায়।

one pherma

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসেন আরটিভি নিউজকে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবাংলা/ জেএন / ১৫ মে, ২০২২

Contact Us