ব্রাজিলে বারের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আল্টামিরা নগরীর একটি বারের বাইরে বন্দুকধারীর বেপরোয়া গুলি বর্ষণে চারজন নিহত ও অপর চারজন আহত হয়েছে। রবিবার (১৫ মে) সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Islami Bank

রোববার রাতে এ হামলার ঘটনার পর নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজে বারের বাইরে গ্রাহকদের বসে থাকার সময় হ্যান্ডগান নিয়ে দুই হামলাকারীকে এগিয়ে আসতে এবং বেপরোয়া হামলা চালাতে দেখা গেছে। পরে তাদেরকে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

প্যারা রাজ্য গভর্নর হেল্ডার বার্বালহো এক বিবৃতিতে বলেন, কর্তৃপক্ষ এ হামলার ঘটনা তদন্ত করে দেখছে। অপরাধী চক্রের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সর্বশেষ এ বন্দুক হামলাসহ দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে অল্টামিরায় কমপক্ষে ১২ টি হত্যার ঘটনা ঘটে।

one pherma

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা অপরাধের এসব ঘটনা এবং যোগসূত্র তদন্ত করছে। বার্বালহো বলেন, তিনি টাস্ক ফোর্সের ৫০ জন কর্মকর্তাকে এ তদন্ত কাজের দায়িত্ব দিয়েছেন।

ইবাংলা / জেএন / ১৬ মে, ২০২২

Contact Us