হাজীগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান মারা গেছেন

জেলা প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Islami Bank

সোমবার (১৬ মে) দিবাগত রাত পৌনে ১টায় তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মজুমদার বাড়ির মরহুম আব্দুল মতিন মজুমদারের ছেলে।

মঙ্গলবার ( ১৭ মে) বাদ আছর হাজীগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

one pherma

তার মৃত্যুতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দল, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতা ও সুধীজন শোক প্রকাশ করেছে।

অধ্যাপক আবদুর রশিদের মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন বলেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এক বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিকে হারালাম। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ইবাংলা / জেএন / ১৭ মে, ২০২২

Contact Us