সম্মেলন কক্ষে জন শুমারি ও গৃহগণনা জরিপ কমিটির আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা জরিপ সফল করতে জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল “জন শুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন ।

বৃহ:স্পতিবার (১৯ মে ) বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা উপজেলা শুমারি জরিপ কমিটির সভায় সভপতিত্ব করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলার পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা শামীমা আক্তার জাহান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোঃ মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা রুম্মান আক্তার, উপজেলা প্রাথমিক ও শিক্ষা অফিসার মোছা হাসিনা ভূইয়া। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শমসের আলী মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সফিউল আলম।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (প্রশিক্ষক) সুশান্ত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, খয়েরবাড়ী ইউপি চেয়াম্যান মোঃ এনামুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।

শিবনগর ইউপি চেয়াম্যান মোঃ সামেদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিসংখ্যান বুরো অফিসের উপজেলা সমন্বয়কারী মিঠুন কুমার সরকার, জোনাল অফিসার মোঃ মতিউর রহমান, গোপেন চন্দ্র রায়, মোঃ মহি উদ্দীন মন্ডল, মোঃ রবিউল ইসলাম, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।

এ সময় উপজেলা পরিসংখ্যান বুরো অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংবাদ প্রেরকঃ মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী

ইবাংলা / জেএন / ১৯ মে, ২০২২

Contact Us