হাতিয়াতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Islami Bank

গ্রেফতারকৃত মো.মাঈন উদ্দিন (২৮) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামের মো.মারজানের ছেলে।বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন।

তিনি বলেন, (১৯ মে ) বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে হাতিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মাঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়।

one pherma

একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামির স্বীকারোক্তি মোতাবেক চুরি হওয়া হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল উদ্ধার।

ওসি আরো জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

ইবাংলা / জেএন / ২০ মে, ২০২২

Contact Us