বৃদ্ধা শাশুড়ীর মাথা ফাটালো পুত্রবধূ

 বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে থানায় জিডি করায় লাঠি দিয়ে বিধবা বৃদ্ধা শাশুড়ী মোর্শেদা বেওয়ার (৬৫) মাথা ফাটিয়েছে পুত্রবধূ তহমিনা।

Islami Bank

আদমদীঘি উপজেলার কড়ই শাহানাপাড়ার মৃত ময়েজ উদ্দীনের স্ত্রী বিধবা মোর্শেদা বেওয়া ও তার পুত্রবধূ তাহমিনার মাঝে পারিবারিক বিষয় নিয়ে প্রায় ঝগড়াবিবাদ লেগেই থাকতো। মোর্শেদা বেওয়ার পুত্র মোসলেম উদ্দীন দীর্ঘ ৬/৭ বছর ধরে দেশের বাহিরে সৌদি আরবে কাজের জন্য অবস্থান করছে। এ সুযোগে পুত্রবধূ তার শাশুড়ীকে প্রায় নির্যাতন করে আসছিলো ।

গত ১৫ মে মোর্শেদা বেগম আদমদীঘি থানায় তার পুত্রবধূসহ ৩ জনের নামে জিডি করে। জিডি করায় মোর্শেদা বেগমের পুত্র বধু ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার (১৭ মে) রাতে লাঠি দিয়ে বৃদ্ধাকে নিযার্তন করে। এসময় লাটির আঘাতে বৃদ্ধার মাথা ফাটিয়ে দেয়।ঐ বৃদ্ধার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করায়।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, মোর্শেদা বেওয়া সাধারন ডায়রী করেছে এবং মারপিটের ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বগুড়ায় ১৯ মে ২০২২ বৃহস্পতিবার রাত ৮:১৫ থেকে শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড় বগুড়া’র উপর দিয়ে বয়ে যাওয়ায় বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি।

one pherma

এ সময় ঝড়ের তান্ডবে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বৈদ্যুতিক খুঁটি উপরে পড়ায় সারারাত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল পুরো এলাকা জুড়ে। প্রায় দেড় ঘণ্টা ঘূর্ণিঝড় এবং বৃষ্টি স্থায়ী ছিল

শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, এতে বাদ পড়েনি বগুড়া শহরের রেল স্টেশনের বস্তিতে গড়ে তোলা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য পথের দিশা ভাসমান স্কুলঘর! ঝড়ের তান্ডবে টিনের চালা উড়িয়ে নিয়ে ফেলেছে রেলস্টেশনের দক্ষিণে মূল সড়কে। মাঠে থাকা পাকা বোর ধান, ভুট্টা মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে এতে কৃষকেরা দিশেহারা।

ইবাংলা / জেএন / ২০ মে, ২০২২

Contact Us