ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৮

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

Islami Bank

শুক্রবার (২০ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ,সারা দেশের ন্যায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ধানসিঁড়ি ইউনিয়ন বনাম সুন্দলপুর ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সুন্দলপুর ইউনিয়নের এক সমর্থক মাঠে ঢুকে ধানসিঁড়ি ইউনিয়নের এক খেলোয়াডকে ঘুষি দেয়। তখন পর্যন্ত ধানসিঁড়ি ইউনিয়ন ২-০ গোলে এগিয়ে ছিল। এ সময় দু’দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে তারা কবিরহাট থানার ওসির উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ৮ জন আহত হয়।

one pherma

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কবিরহাট থানার পুলিশ এলোপাতাড়ি লাঠি চার্জ করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল কোম্পানী ও সুন্দলপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো.ইলিয়াছ পুলিশকে পাঠিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বড় ধরনের কোন আহত হওয়ার ঘটনা ঘটেনি।

খেলা শেষ হওয়ার এক দুই মিনিট আগে ফাউল করাকে কেন্দ্র করে হাতাহাতি তর্কবিতর্ক হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর এক প্রশ্নের জবাবে ওসি জানান ৮জন আহত হওয়ার কোন খবর তিনি পান নি।

ইবাংলা / জেএন / ২০ মে, ২০২২

Contact Us